স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর সহধর্মিনী তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত বুধবার রাতে উপজেলার অলিপুর মোহাম্মদিয়া সুফিয়া নুরানী হাফেজি মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। মক্রবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক শরিফুল আলম নয়নের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা তালুকদার মুহাম্মদ বেলায়েত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মক্রবপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মান্নান।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মক্রবপুর ইউনিয়ন বিএনপি অর্থ সম্পাদক জামাল উদ্দিন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক ওমর ফারুক, যুবদল নেতা তোফায়েল আহমেদ, মোহাম্মদ এয়াছিন, বিএনপি নেতা ডাক্তার রেজাউল হক, মক্রবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক জয়নাল আবেদীন সুমন, মক্রবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি ফরিদ আহমেদ, যুবদল নেতা ইমরান হোসেন, আবুল খায়ের মিয়াজী, মাস্টার সোহরাব হোসেন, জাহাঙ্গীর আলম প্রমুখ।
দোয়া মুনাজাত পরিচালনা করেন কুমিল্লা বাবুর্চি পাড়া জামে মসজিদ খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গনী চাঁদপুরি।