বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোটে আনন্দ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার রায়কোট উত্তর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের আয়োজনে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। রায়কোট নতুন বাজার থেকে আনন্দ মিছিল শুরু করে জনতা বাজার, তালতলা বাজার, মাহিনী বাজার ও শান্তির বাজার ঘুরে পুনরায় নতুন বাজারে এসে শেষ করে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সওদাগর, উপজেলা বিএনপি সহ সভাপতি জাকের হোসেন মোল্লা, রায়কোট উত্তর ইউনিয়ন ৫নং ওয়ার্ড সহ সভাপতি ফয়েজ আহমেদ মোল্লা ও সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন রায়কোট উত্তর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি রুহুল আমিন হাজারী, বর্তমান সাধারণ সম্পাদক গাজী হায়াতুন নবী, ইউনিয়ন বিএনপি সাবেক প্রচার সম্পাদক গাজী আবুল কাশেম, ৬নং ওয়ার্ড সভাপতি মাঈন উদ্দিন মিয়াজী, সহ সভাপতি আতাউর রহমান, মোহাম্মদ ইউসুফ, লোকমান হোসেন, সাবেক সভাপতি জাকির হোসেন, সহ সাধারণ সম্পাদক বেলাল ভূঁইয়া, বিএনপি নেতা ফেয়ার আহম্মেদ সওদাগর, শহীদুল্লাহ, মীর হোসেন, রায়কোট উত্তর ইউনিয়ন শ্রমিক দল সাবেক সভাপতি মোহাম্মদ ইকবাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন, সহ সভাপতি সোহেল হোসেন, যুবদল নেতা মামুন সওদাগর, ইউনিয়ন ছাত্রদল নেতা তারেক, ফিরোজ প্রমুখ ।
এসময় বিএনপির নেতাকর্মীরা বলেন, আজ আমাদের স্বপ্ন পূরণের দিন। আজকে আমাদের নেতা তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে এসেছেন। আর সেই কারণে বিএনপির নেতাকর্মী, সমর্থক সবাই আনন্দিত হয়ে মিছিল করেছি। একইসাথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা ধানের শীষকে বিজয়ী করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি।