কুমিল্লার নাঙ্গলকোট পৌর সদরের কেন্দ্রা দারুত তাকওয়া রহমানিয়া মাদ্রাসার হিফজ শেষ করা ছাত্রদের পাগড়ি প্রদান ও অভিভাবক সমাবেশ শনিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। রাজনীতিবিদ ও সমাজসেবক মাস্টার আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিলিফ দরবারের পীর মাওলানা রুহুল আমিন সিদ্দিকী।
অনুষ্ঠান শুরুতে কেন্দ্রা দারুত তাকওয়া রহমানিয়া মাদ্রাসার ৫জন কোরআনে হাফেজ ছাত্রকে পাগড়ি, ক্রেস্ট, সনদ ও ফুলের মালা প্রদান ও হেফজ বিভাগে উত্তীর্ণ ছাত্রদের সবক প্রদান করা হয়। এসময় অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান মাদ্রাসা মোহতামিম হাফেজ নুরুল ইসলাম।
মাদ্রাসা শিক্ষক কে.এম ছালেহ আহমদ জাহেরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা মোহতামিম হাফেজ নুরুল ইসলাম, মাদ্রাসা সাধারণ সম্পাদক মেজবাহুল ইসলাম, নাঙ্গলকোট আলিয়া মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, আরবী প্রভাষক মাওলানা হাফেজ সাহাব উদ্দিন, সাবিত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মাস্টার শাহ জাহান, হেফজ বিভাগের শিক্ষক হাফেজ মাঈন উদ্দিন, নূরানী বিভাগ শিকক হাফেজ জসিম উদ্দিন প্রমুখ।
অভিভাবক সমাবেশ শেষে মাদরাসা শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।