ওমরগঞ্জ বাজারে দাঁড়িপাল্লার নির্বাচনী আলোচনা সভা

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৫

ওমরগঞ্জ বাজারে দাঁড়িপাল্লার নির্বাচনী আলোচনা সভা
কেফায়েত উল্লাহ মিয়াজী :
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটের হেসাখাল ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ডের আয়োজনে দাঁড়িপাল্লার নির্বাচনী আলোচনা সভা বৃহস্পতিবার রাতে ওমরগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট সমাজ সেবক আব্দুল আলিম পাটোয়ারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত। স্বাগত বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমীর মাওলানা এস এম মহি উদ্দিন।
জামায়াত নেতা কাজী মোজাম্মেল হক ও রফিকুল ইসলাম মিয়াজীর সঞ্চালনায় নির্বাচনী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদার, নাঙ্গলকোট পৌরসভা সহকারী সেক্রেটারি জোবায়ের উদ্দিন খন্দকার, জামায়াত নেতা মাস্টার সাইফুল্লাহ,  হেসাখাল ইউনিয়ন আমির ইমাম হোসেন, সেক্রেটারি আমিনুল হক মোল্লা, নাঙ্গলকোট পৌরসভা ৪নং ওয়ার্ড সভাপতি মাওলানা নুরুজ্জামান খন্দকার, হেসাখাল ইউনিয়ন যুব বিভাগ সভাপতি মোরশেদ আলম, ৯নং ওয়ার্ড সেক্রেটারি মাওলানা এনায়েত উল্লাহ মিয়াজী, জামায়াত নেতা মনির হোসেন রাজু প্রমুখ।
আলোচনা সভা শেষে ওমরগঞ্জ  বাজারে গণসংযোগ করেন কুমিল্লা-১০ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত। পরে তিনি হেসাখাল ইউনিয়নের ওমরগঞ্জ বাজারে ৯নং ওয়ার্ড জামায়াত কার্যালয় উদ্বোধন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ