বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটের আদ্রা দক্ষিণ ইউনিয়নের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প মঙ্গলবার দিন ব্যাপী ভোলাইন বাজার স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিকাল ৪টা পর্যন্ত সেবা কার্যক্রম অব্যাহত রাখেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীগণ বিশেষজ্ঞ চিকিৎসকের প্রেসক্রিপশন, ডায়াবেটিস ও ব্লাড প্রেসার পরীক্ষা এবং কিছু ঔষধ বিনামূল্যে গ্রহণ করেন। ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আদ্রা দক্ষিণ ইউনিয়ন আমীর মাস্টার মোহাম্মদ মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-১০ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত।
সেবা দানকারী বিশেষজ্ঞ চিকিৎসকগণ হলেন ডাক্তার আজাদ হোসাইন, ডাক্তার রাজেশ্বর রায়, ডাক্তার ইয়াসিন আরাফাত বাপ্পি, ডাক্তার আব্দুস সোবহান, ডাক্তার শারমিন আক্তার নিপা, ডাক্তার শামিমা নাসরিন, ডাক্তার তানজিলা আবেদিন চৈতি।
ছাত্র শিবির নাঙ্গলকোট উপজেলা সদর সাবেক সভাপতি আবু তৈয়ব তাহমিদ ও ছাত্র নেতা মাজহারুল ইসলাম শিহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন, নায়েবে আমীর মাওলানা এস এম মহি উদ্দিন, আদ্রা উত্তর ইউনিয়ন আমীর হাফেজ নূর আহম্মেদ, আদ্রা দক্ষিণ ইউনিয়ন জামায়াত নেতা মোহাম্মদ নেসারুল হক, ৬নং ওয়ার্ড সভাপতি মৌলভী কেফায়েত উল্লাহ, ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি মোহাম্মদ এয়াছিন বিন খায়ের, আদ্রা উত্তর ইউনিয়ন জামায়াত নেতা আব্দুল কুদ্দুস প্রমুখ।