ঢালুয়ায় মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৫

ঢালুয়ায় মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
কেফায়েত উল্লাহ মিয়াজী :
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুব বিভাগের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার বিকালে হাসানপুর বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। ঢালুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াত সভাপতি হাবিবুল্লাহ সবুজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-১০ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন বান্নাগর ফুটবল একাদশ বনাম মোগরা ফুটবল ফেডারেশন। উদ্বোধনী খেলায় জয়লাভ করেন বান্নাগর ফুটবল একাদশ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন
জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদার, ঢালুয়া ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ ফয়সাল আহাম্মদ, ইউনিয়ন যুব বিভাগ সভাপতি মনিরুল ইসলাম, ৬নং ওয়ার্ড সভাপতি জসিম উদ্দিন, খেলা আয়োজক কমিটির সদস্য হাসান মাহমুদ রুবেল, মোহাম্মদ সুমন, নাইম, নূর আলম প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ