নাঙ্গলকোটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ  প্রদর্শনী অনুষ্ঠিত 

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৫

নাঙ্গলকোটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ  প্রদর্শনী অনুষ্ঠিত 
নাঙ্গলকোট  প্রতিনিধি-

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি- প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্য নিয়ে কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ বুধবার সকালে উপজেলা হ্যালিপ্যাড মাঠে অনুষ্ঠিত হয়েছে।

 নাঙ্গলকোট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইমরুল হাসান রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন সরকার।

উপসহকারী প্রণিস্পদ কর্মকর্তা ছালেহ আহমদ পাটোয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার আনিসুর রহমান, নারী উদ্যোক্তা নাসরীন সুলতানা,ডা. শাহাদাত হোসেন ও কার্তিক চন্দ্র রায়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া,নারী বিষয়ক কর্মকর্তা সালমা ইয়াছমিন, আনসার ভিডিপি কর্মকর্তা নাজমা আক্তার, নাঙ্গলকোট প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন দুলাল প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ