বাহুড়া দারুল আরকাম মাদ্রাসায় বালিকা শাখা উদ্বোধন ও অভিভাবক সমাবেশ

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৫

বাহুড়া দারুল আরকাম মাদ্রাসায় বালিকা শাখা উদ্বোধন ও অভিভাবক সমাবেশ
কেফায়েত উল্লাহ মিয়াজী :
 নাঙ্গলকোটের বাহুড়া দারুল আরকাম মাদ্রাসার বালিকা শাখা উদ্বোধন ও অভিভাবক সমাবেশ রবিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। দারুল আরকাম মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ মুনীর।
দারুল আরকাম মাদ্রাসা সেক্রেটারি হুমায়ুন কবিরের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদার, ইউনিয়ন বিএনপি সভাপতি শাহজাহান মজুমদার, অভিভাবক মাষ্টার দেলোয়ার হোসেন, নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক, মাদ্রাসা নির্বাহী পরিচালক মাস্টার আবু জাফর, হাফেজ আবু তাহের, সমাজ সেবক জাকির হোসেন মোল্লা, মান্দ্রা মর্ডান কিন্ডার গার্ডেন প্রধান শিক্ষক রেহানা আক্তার রিদন, মাদ্রাসা নির্বাহী পরিচালক আরিফ বিল্লাহ।
অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন দারুল আরকাম মাদ্রাসা নির্বাহী পরিচালক মহি উদ্দিন, নাছির উদ্দিন, শাহজাহান আজাদ, মাওলানা কামাল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জোড্ডা পশ্চিম ইউনিয়ন সেক্রেটারি হাফেজ আবু বকর সিদ্দিক, বাইয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষক আলী আশ্রাফ খান, কান্দাল দাখিল মাদ্রাসা সহ সুপার মাওলানা আবুল খায়ের প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ