নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠিত 

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৫

নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠিত 
মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোট মডেল মহিলা কলেজ প্রতিষ্ঠার ২৫বছর পূর্তি উপলক্ষ্যে রজতজয়ন্তী অনুষ্ঠান ২২নভেম্ভর  শনিবার  দিনব্যাপী কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
গভর্নিং বডির সভাপতি সাবেক সচিব আবু তালেবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া।
সহকারী অধ্যাপক নিজাম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা. জোবায়েদা হান্নান কলেজের সাবেক অধ্যক্ষ ডক্টর রুহুল আমিন ভূঁইয়া, নোয়াখালী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শাহাবুদ্দিন, কলেজ গভর্নিং বডির হিতৈষী সদস্য বদিরুজ্জামান খান,  নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম ছুপু, পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক ও গভর্নিং বডির সদস্য আনোয়ার হোসেন মুকুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান ফরহাদ,  কলেজ প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ তনয়া জান্নাতুল ফেরদৌস পিয়াশা, এডভোকেট ইয়াছিন তালুকদার  প্রমূখ।
অনুষ্ঠানের পূর্বে রজতজয়ন্তী ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও কেক কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি।অনুষ্ঠান শেষে  এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ