কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ দারুল কোরআন ইসলামিয়া মাদরাসার অভিভাবক সমাবেশ মঙ্গলবার সকালে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন মাদরাসা প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নূরুল ইসলাম হাসান।
অনুষ্ঠান শুরুতে বক্সগঞ্জ দারুল কোরআন ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।
মাদরাসা শিক্ষক মাওলানা মোহাম্মদ আফজাল হোসাইনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসা শিক্ষক হাফেজ ক্বারী হেদায়েত উল্লাহ, অভিভাবক নূরুল আবসার, সমাজ সেবক রবিউল ইসলাম, প্রগতি লাইফ ইনসুরেন্স কর্মকর্তা জামাল হোসেন, প্রবাসী আরিফুল ইসলাম, অভিভাবক শেখ ফরিদ, শিক্ষক তারেক মুনাওয়ার, হাফেজ ক্বারি আবু সাঈদ, মাদরাসা প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ নূরুল ইসলাম হাসানের পুত্র মাহমুদুল হাসান।
অভিভাবক সমাবেশ উপস্থিত ছিলেন অভিভাবক ছালেহ আহম্মেদ, রুনুল মিয়া প্রমুখ।
অনুষ্ঠান শেষে বক্সগঞ্জ দারুল কোরআন ইসলামিয়া মাদরাসার সকল শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ। পরে শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া মুনাজাত করা হয়, মুনাজাত পরিচালনা করেন মাদরাসা শিক্ষক হাফেজ ক্বারী হেদায়েত উল্লাহ।