বক্সগঞ্জ আলিম মাদরাসার শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৫

বক্সগঞ্জ আলিম মাদরাসার শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা
কেফায়েত উল্লাহ মিয়াজী  :
কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইসলামিয়া আলিম মাদরাসার শিক্ষার মান উন্নয়নে গভর্নিং বডি, অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা রবিবার সকালে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাদরাসা গভর্নিং বডি সভাপতি মাওলানা নুরুল ইসলাম হাসান। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন।
মাদরাসা প্রভাষক জাফর আহমেদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসা উপাধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ মজুমদার, গভর্ণিং বডি বিদ্যোৎসাহী সদস্য জাকির হোসেন, অভিভাবক সদস্য আফজাল হোসাইন মেম্বার, আলী হোসাইন বালন, সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম ভূঁইয়া, সহকারী শিক্ষক মাওলানা আবুল কাশেম। এছাড়াও মতবিনিময় সভায় শিক্ষার্থীদের অভিভাবকগণ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে দোয়া মুনাজাত করা হয়, মুনাজাত পরিচালনা করেন মাদরাসা সহকারী অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম আনোয়ারী।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ