কান্দাল ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগার উদ্বোধন 

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৫

কান্দাল ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগার উদ্বোধন 
কেফায়েত উল্লাহ মিয়াজী  :
কুমিল্লার নাঙ্গলকোটের দৌলখাঁড় ইউনিয়নের কান্দাল ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগার এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় কান্দাল পূর্ব পাড়া মজুমদার বাড়ি জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলখাঁড় ইউনিয়ন আমীর মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-১০ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত। স্বাগত বক্তব্য রাখেন নাঙ্গলকোট প্রেসক্লাব প্রচার সম্পাদক বাপ্পি মজুমদার ইউনুস।
জামায়াতে ইসলামী দৌলখাঁড় ইউনিয়ন সেক্রেটারি বদরুল আমিন পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা যুব বিভাগ সভাপতি মাওলানা আব্দুল হান্নান,  তা’লিমুল কুরআন বিভাগ সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন, মসজিদ মিশন সভাপতি মাওলানা খলিলুর রহমান, দৌলখাঁড় ইউনিয়নের ৯নং কান্দাল ওয়ার্ড সভাপতি মোহাম্মদ এয়াছিন,  সেক্রেটারি মুক্তার হোসেন, জামায়াত নেতা মাওলানা ইউসুফ আলী মজুমদার, মোহাম্মদ বাকের হোসেন,  ৮নং কান্দাল ওয়ার্ড সভাপতি শিহাব উদ্দিন,  সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ