কুমিল্লার নাঙ্গলকোটের লক্ষীপদুয়া তা’লিমুল কুরআন মডেল মাদ্রাসার নূরানী প্রদর্শনী ও অভিভাবক সমাবেশ শনিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।সমাজ সেবক সাঈদ বিন হোসাইন রাফি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এল সি সাবেক ভাইস-চেয়ারম্যান ডক্টর দেলোয়ার হোসাইন। প্রধান মেহমান ছিলেন রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি কাজী শাহ আলম।প্রধান বক্তা ছিলেন ঢালুয়া রহমতিয়া সিনিয়র আলিম মাদ্রাসা আরবী প্রভাষক মাওলানা আবুল হাসেম মোল্লা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লক্ষীপদুয়া তা’লিমুল কুরআন মডেল মাদ্রাসা সহকারী পরিচালক মাওলানা সাদ্দাম হোসেন অহিদী।
লক্ষীপদুয়া তা’লিমুল কুরআন মডেল মাদ্রাসা শিক্ষক শামীম হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা মডেল মসজিদ খতিব মাওলানা আব্দুল কাইয়ুম মজুমদার, রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জামাল হোসেন মজুমদার, লক্ষীপদুয়া তা’লিমুল কুরআন মডেল মাদ্রাসা পরিচালক হাফেজ মাওলানা আব্দুর রহমান, সমাজ সেবক আমিনুল হক, মাওলানা আব্দুস সোবহান, উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদ সহ-সভাপতি আবু বকর, সমাজ সেবক সৈয়দ আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক মফিজুর রহমান, ডা. হায়াত মাহমুদ, লক্ষীপদুয়া তা’লিমুল কুরআন মডেল মাদ্রাসা শিক্ষক মাওলানা দ্বীন মুহাম্মদ পাটোয়ারী, সাদ্দাম হোসেন, হাফেজ ইমাম হোসেন, নুরজাহান বেগম, খাদিজা আক্তার প্রমুখ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের কুরআন মাজিদ তেলাওয়াতের সবক প্রদান করা হয়। সবক প্রদান করেন মাদ্রাসা পরিচালক হাফেজ মাওলানা আব্দুর রহমান।