মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন দাবিতে হেসাখাল ইউনিয়নে মশাল মিছিল ও সড়ক অবরোধ

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৫

মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন দাবিতে হেসাখাল ইউনিয়নে মশাল মিছিল ও সড়ক অবরোধ
স্টাফ রিপোর্টার:
‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন বঞ্চিত জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়াকে চূড়ান্ত মনোনয়ন দেয়ার দাবিতে কুমিল্লা-১০ আসনের নাঙ্গলকোট ও লালমাই উপজেলায় লাগাতার আন্দোলন চলছে। বিএনপির মনোনয়ন ঘোষণার পর থেকে এ আন্দোলন অব্যাহত আছে। আন্দোলনের ধারাবাহিকতায় শুক্রবার রাতে নাঙ্গলকোটের হেসাখাল ইউনিয়নের দায়েমছাতি বাজারে মশাল মিছিল ও সড়ক অবরোধ করে  বিক্ষোভ প্রদর্শন করে মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দায়েমছাতি দক্ষিণ বাজার থেকে মশাল মিছিল শুরু করে বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্ব বাজারে গিয়ে  সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
এসময় নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে চূড়ান্ত মনোনয়নে মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন দেয়ার দাবী জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ