নাঙ্গলকোটে বয়স্ক অসহায় দরিদ্রদের খাদ্য সহায়তা প্রদান

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৫

নাঙ্গলকোটে বয়স্ক অসহায় দরিদ্রদের খাদ্য সহায়তা প্রদান

কেফায়েত উল্লাহ মিয়াজী  :

কুমিল্লার নাঙ্গলকোটে হাছান-জামিলা ফাউন্ডেশন ও রওশন-রফিক একাডেমি’র অর্থায়নে বিশিষ্ট শিক্ষা অনুরাগী, প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ও সাবেক সংসদ সদস্য মরহুম অধ্যাপক ডাঃ এ কে এম কামারুজ্জামান স্মরণে বয়স্ক অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে নাঙ্গলকোট জামান্স ক্লিনিক প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জামান্স ক্লিনিক ব্যবস্থাপনা পরিচালক ও বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় সভাপতি মোহাম্মদ বশিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য ডাক্তার এ কে এম কামারুজ্জামানের বড় ছেলে  ইঞ্জিনিয়ার ফখরুজ্জামান মিঠু।
খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা সাবেক মেয়র এ কে এম মনিরুজ্জামান, ডাক্তার কামারুজ্জামানের বড় কন্যা ডাক্তার ফৌজিয়া জামান মুনা, পুত্রবধূ শারমিন জামান লিপি, ব্যবসায়ী মোহাম্মদ আসাদুজ্জামান, ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ আমিনুল হক মাওলা।
অনুষ্ঠান শেষে প্রায় ২শ’ পরিবারের বয়স্ক অসহায়দের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বয়স্কদের হাতে তুলে দেন অতিথি বৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ