নাঙ্গলকোটে জামায়াতের সোশ্যাল মিডিয়া এক্টিভিস্ট ও শৃঙ্খলা বিভাগ দায়িত্বশীল সমাবেশ 

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৫

নাঙ্গলকোটে জামায়াতের সোশ্যাল মিডিয়া এক্টিভিস্ট ও শৃঙ্খলা বিভাগ দায়িত্বশীল সমাবেশ 
কেফায়েত উল্লাহ মিয়াজী: 
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট ও লালমাই উপজেলার আয়োজনে কুমিল্লা-১০ আসনের সোশ্যাল মিডিয়া এক্টিভিস্ট ও শৃঙ্খলা বিভাগ দায়িত্বশীল সমাবেশ শনিবার বিকালে ঝাটিয়াপাড়া  মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ও শৃঙ্খলা বিভাগ আহ্বায়ক মাওলানা ওমর ফারুক মিয়াজীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-১০ আসনের প্রার্থী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিন,  সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদার, উপজেলা যুব বিভাগ সভাপতি মাওলানা আব্দুল হান্নান,  লালমাই উপজেলা জামায়াত নেতা মাওলানা মেসবাহুল ইসলাম রিয়াদ, ছাত্রশিবির নাঙ্গলকোট উপজেলা সদর সভাপতি নেছার উদ্দিন ভূঁইয়া, উত্তর সভাপতি ইখতিয়ার ইসলাম রুদ্র, সেক্রেটারী যোবায়ের হোসেন আরমান প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ