নাঙ্গলকোটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৫

নাঙ্গলকোটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ
কেফায়েত উল্লাহ মিয়াজী:

‎বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ শেষে র‌্যালি শুরু করে নাঙ্গলকোট বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ এলাকা হয়ে বটতলায় গিয়ে শেষ করে। র‌্যালি পূর্ব সমাবেশে নাঙ্গলকোট উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভা যুবদল আহ্বায়ক নূরুল আফসার সজল।

‎এর আগে  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প, খাল পাড় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষ চারা রোপণ, নদীতে মৎস্য পোণা অবমুক্ত করণ কর্মসূচী পালন ও নাঙ্গলকোট উপজেলা সদরের বিভিন্ন স্থানে ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

‎সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সোহাগ, পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক কমিশনার আবু ইউসুফ মজুমদার, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মাস্টার মাহবুবুল হক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার, উপজেলা যুবদল সদস্য সচিব কামরুজ্জামান টিটু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন, কাজী ফয়সাল, অহিদুল ইসলাম, শিহাব উদ্দিন খন্দকার,  আলমগীর হোসেন মোল্লা, হারুন অর রশিদ, পৌরসভা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজুমদার, সদস্য সচিব এনায়েত উল্লাহ কামাল, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, সবুজ, নূর আহম্মেদ, বেলাল মজুমদার, লিটন, মনু, কামাল, মাসুদ, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সোহাগ, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য আব্দুর রহিম সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল আবেদীন হিরন, পৌরসভা স্বেচ্ছাসেবক দল নেতা রিপন, সৈয়দ আহম্মেদ, সোহেল, উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ কামরুজ্জামান, আলী হোসাইন টিপু, পারভেজ ভূঁইয়া, আব্দুল হান্নান তুষার, পৌরসভা ছাত্রদল নেতা জিয়াউর রহমান, হাছান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রদল নেতা ওমর ফারুক প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ