বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের আয়োজনে মহিলা সমাবেশ শুক্রবার সকালে ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ঢালুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারীদের ঢল নামে। ঢালুয়া ইউনিয়ন জামায়াত আমীর মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত মনোনীত কুমিল্লা-১০ আসনের প্রার্থী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত। স্বাগত বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা মহিলা বিভাগ সেক্রেটারি মন্জুমা বিনতে সাদিক।
ঢালুয়া ইউনিয়ন জামায়াত সেক্রেটারি ফয়সাল আহমেদ শাকিলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিন, সহকারী সেক্রেটারী মাওলানা ইয়াছিন মজুমদার, ওলামা বিভাগ সভাপতি মাওলানা আবুল হাশেম মোল্লা।
সমাবেশে উপস্থিত ছিলেন বক্সগঞ্জ মডেল কলেজ অধ্যক্ষ রুহুল আমিন, জামায়াতে ইসলামী আদর্শ শিক্ষক ফেডারেশন উপজেলা সভাপতি মাস্টার মাহবুবুল হক মজুমদার, ঢালুয়া সিনিয়র মাদরাসা সভাপতি মাওলানা মকবুল আহমেদ ভূঁইয়া, ঢালুয়া ইউনিয়ন জামায়াত সহকারী সেক্রেটারি আ ন ম নুরুন নবী, জামায়াত নেতা আজম ওবায়েদ উল্লাহ, নুরুল কবির সুফল, তাজুল ইসলাম প্রমুখ।
মহিলা সমাবেশে প্রায় দুই হাজার মহিলার উপস্থিতিতে প্রধান অতিথি ইয়াছিন আরাফাত বলেন- “দেশের ক্রান্তিকালে আমার মা-বোনদের দোয়ার বদৌলতে আমরা আজকে এমন পরিবেশ পেয়েছি সুতারং আগামীতে আপনারা ইসলামের পক্ষে ভোট দিবেন। জামায়াত বিজয়ী হলে আমরা নারীর অধিকার নিশ্চিতে নিরলস কাজ করে যাবো ইনশাআল্লাহ।