নাঙ্গলকোটের জোড্ডা পূর্ব ইউনিয়নের পানকরা গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত আবুল হাসেমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। শনিবার দুপুরে মোবাশ্বের আলম ভূঁইয়া আগুনে ভস্মীভূত বাড়িঘর পরিদর্শন করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে শান্তনা ও সহানুভূতি প্রকাশ করেন এবং নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেন। গত বৃহস্পতিবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন কালে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আব্দুর মমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মির্জা জয়নাল আবেদীন হিরন, জোড্ডা পূর্ব ইউনিয়ন বিএনপি সভাপতি জালাল আহমেদ, বিএনপি নেতা ভুলু মজুমদার, ইউনিয়ন যুবদল আহ্বায়ক মন্নান মহাজন, সদস্য সচিব ইয়াকুব আলী খোকন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মন্জু, জোড্ডা পশ্চিম ইউনিয়ন যুবদল আহ্বায়ক শাখাওয়াত হোসেন সুজন, সদস্য সচিব রবিউল হোসেন, সার্বিক সহযোগিতা করেন জোড্ডা পূর্ব ইউনিয়ন যুবদল সদস্য হেলাল উদ্দিন। এছাড়াও জোড্ডা পূর্ব, জোড্ডা পশ্চিম ইউনিয়ন যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।