নাঙ্গলকোটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৫

নাঙ্গলকোটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
নাঙ্গলকোট  প্রতিনিধি-

“হাত ধোয়ার নায়ক হোন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার নাঙ্গলকোটে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে।  এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা জনসাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে র‍্যালী ও হাত ধোয়া প্রদর্শনী বুধবার সকালে উপজেলা শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। হাত ধোয়া দিবস পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: জাকারিয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ কামাল হোসেন।

অনুষ্ঠানে হাত ধোয়ার সঠিক নিয়ম প্রদর্শন করেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ কামাল হোসেন।।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী কর্মকর্তা আব্দুল ওহাব, শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, প্রাক্তন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল মতিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা মো: জসিম উদ্দিন, আব্দুর রাজ্জাক, নজরুল ইসলাম, মো: দুলাল মিয়া, মো: মিজানুর রহমান প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ