নাঙ্গলকোটে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত 

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৫

নাঙ্গলকোটে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত 
কেফায়েত উল্লাহ মিয়াজী:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটের মক্রবপুর ইউনিয়নের ৯নং ভুলুয়াপাড়া ওয়ার্ডের আয়োজনে সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল বৃহস্পতিবার রাতে ভুলুয়াপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।  মক্রবপুর ইউনিয়ন জামায়াত আমীর বেলাল আহম্মেদের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াছিন আরাফাত।
প্রধান বক্তা ছিলেন ঢাকা গোপীবাগ রেলওয়ে ব্যারাক জামে মসজিদ খতিব মাওলানা আবুল হাশেম মোল্লা। মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন ৯নং ভুলুয়াপাড়া ওয়ার্ড জামায়াত সভাপতি মোহাম্মদ ফয়সাল ইসলাম।
৯নং ওয়ার্ড সেক্রেটারি মোবারক হোসেনের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমীর মাওলানা এস এম মহি উদ্দিন, পৌরসভা আমীর হারুনুর রশিদ,  মক্রবপুর ইউনিয়ন সেক্রেটারি মাস্টার নূরুল আফসার, ইউনিয়ন তা’লীমুল কুরআন বিভাগ সভাপতি হাফেজ ফারুক, পেশাজীবী বিভাগ সভাপতি মাষ্টার ফরহাদুল ইসলাম, যুব বিভাগ সেক্রেটারি সাদ্দাম হোসেন।
এছাড়াও মাহফিলে ৯নং ওয়ার্ড বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাহফিল শেষে দোয়া মুনাজাত করা হয় মুনাজাত পরিচালনা করেন প্রধান বক্তা মাওলানা আবুল হাশেম মোল্লা।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ