নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৫

নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাঈন উদিদন দুলাল –
নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মুনাজাত বৃহস্পতিবার ১১সেপ্রেটেম্বর দুপুরে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসার ফিকাহ্ বিষয়ের সহকারী অধ্যাপক ও শিক্ষা-সংস্কৃতি বিভাগের আহ্বায়ক মাওলানা মহি উদ্দিনের  সঞ্চালনায় দোয়া মুনাজাত পরিচালনা করেন আরবী বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা সৈয়দ আবদুল মালেক।
নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে অন্যান্যদের  মধ্যে  উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ডা.ইসহাক ফারুকী,সহকারী অধ্যাপক মাওলানা মাসুদুল ইসলাম,সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হান্নান, প্রভাষক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, প্রভাষক আব্দুল কাইয়ূম, সহকারী শিক্ষক নঈম উদ্দিন পাটোয়ারী, সহকারী শিক্ষক মাশেক হায়দার,সেলিম জাহাঙ্গীর, নাসির উদ্দিন,আব্দুল আহাদ ও তাওহীদুল  ইসলাম প্রমুখ।
সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে শিক্ষার্থীরা আরবী বক্তৃতা, হামদ,নাত,রচনা লিখা ও কুরআন তিলাওয়াতসহ নানা প্রতিযোগিতায় অংশগ্রহন করে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ