নাঙ্গলকোট উপজেলা ফোরাম ফ্রান্সের বার্ষিক আনন্দ ভ্রমণ সফল ভাবে সম্পন্ন

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৫

নাঙ্গলকোট উপজেলা ফোরাম ফ্রান্সের বার্ষিক আনন্দ ভ্রমণ সফল ভাবে সম্পন্ন
কেফায়েত উল্লাহ মিয়াজী :
“ঐক্যে গড়ি শক্তি, ভ্রাতৃত্বে গড়ি সেতুবন্ধন” এই স্লোগানে প্রতিষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা ফোরাম ফ্রান্সের বার্ষিক আনন্দ ভ্রমণ-২০২৫  ফ্রান্সের কর্সিকা দ্বীপের রিভা বেলা সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ৭টায় সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম জহিরুল ইসলামের কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্যারিসের প্রাণকেন্দ্র থেকে বাসযোগে দিনব্যাপী  ভ্রমণ কার্যক্রম শুরু হয়। সৈকতের প্রান্তে পৌঁছে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয়। পরে ফুটবল ম্যাচ, দৌড় প্রতিযোগিতা, সাঁতার ও ফটোসেশনসহ নানা বিনোদনমূলক আয়োজন ও পুরুস্কার বিতরণ করা হয়। নাঙ্গলকোট উপজেলা ফোরাম ফ্রান্স এর বার্ষিক আনন্দ ভ্রমণে সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলা ফোরাম ফ্রান্স সভাপতি মহিন উদ্দিন রতন।
নাঙ্গলকোট উপজেলা ফোরাম ফ্রান্স সাধারণ সম্পাদক শাহপরান আহম্মেদ শাকিলের সঞ্চালনায় আনন্দ ভ্রমণে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা শাহিন আলম, সাংগঠনিক সম্পাদক তারেক আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম জহিরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক অভি রহমান, প্রচার ও প্রেস সম্পাদক এম এ রাকিব, সহ প্রচার ও প্রেস সম্পাদক মিনহাজ ইসলাম, নির্বাহী সদস্য ওসমান সবুজ, রনি ভূঁইয়া এবং নাঙ্গলকোট উপজেলা ফোরাম ফ্রান্সের সদস্যবৃন্দ।
নাঙ্গলকোট উপজেলা ফোরাম ফ্রান্স আনন্দ ভ্রমণের আয়োজকরা জানান নাঙ্গলকোট উপজেলা ফোরাম ফ্রান্স এর আনন্দ ভ্রমণ মিলন মেলায় পরিণত হয়েছে, এ যেন ফ্রান্সের বুকে এক টুকরো নাঙ্গলকোট। এছাড়াও তারা ফ্রান্সে অবস্থানরত নাঙ্গলকোট উপজেলা প্রবাসীদের মধ্যে সম্প্রীতি ও বন্ধন দৃঢ় করার পাশাপাশি নিজ মাতৃভূমি নাঙ্গলকোট উপজেলার উন্নয়ন মূলক কাজে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ