প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৫
স্টাফ রিপোর্টার: নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের মাহিনী বাজার ও কুকুরীখিল গ্রামে শতাধিক যুবক অস্ত্রশস্ত্র হাতে মহড়া দিতে দেখা গেছে। শুক্রবার দুপুরে প্রকাশ্যে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তায় বের হয় তারা। অস্ত্র হাতে প্রকাশ্য দিবালোকে এমন অস্ত্রের মহড়ায় মাহিনী বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অস্ত্রের মহড়া চলাকালে সন্ত্রাসীরা মাহিনী বাজারে একই ইউনিয়নের দাসনাই পাড়া গ্রামের কামাল হোসেনের সিএনজি অটোরিকশা ও শাহ আলী সুপার নামের একটি যাত্রীবাহী বাসে এলোপাতাড়ি কুপিয়ে ভাংচুর চালায়। এসময় সিএনজি অটোরিকশায় থাকা অজ্ঞাত এক যাত্রী আহত হয়। পরে সশস্ত্র ওই সন্ত্রাসী বাহিনী পাশ্ববর্তী কুকুরীখিল গ্রামে গিয়ে ওই গ্রামের মোহাম্মদ রিপন, খোকন মিয়া, আব্দুল হান্নান, ইমাম হোসেন, মোহাম্মদ মোস্তফা এবং আবুল হাশেমের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে। ভুক্তভোগীদের দাবি সশস্ত্র হামলার নেতৃত্বে ছিলেন উপজেলার মাহিনী ছগরিপাড়া গ্রামের সেলিমের ছেলে ইলিয়াস, একই গ্রামের আব্দুল মমিনের ছেলে আরিফ হোসেন, রায়কোট গ্রামের মেজবাহ উদ্দিন।
কুকুরীখিল গ্রামের ভুক্তভোগী মোহাম্মদ রিপন, আব্দুল হান্নান, ইমাম হোসেন, মোহাম্মদ মোস্তফা আবুল হাশেম বলেন, হঠাৎ দুপুর বেলা মাহিনী ছগরিপাড়া গ্রামের ইলিয়াস, একই গ্রামের আরিফ হোসেন ও রায়কোট গ্রামের মেজবাহ উদ্দিনের নেতৃত্বে শতাধিক সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িঘরে ভাংচুর চালায়। আমরা বাধা দিতে গেলে সন্ত্রাসীরা আমাদেরকে কুপিয়ে হত্যার হুমকি দেয়। আমরা এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
দাসনাইপাড়া গ্রামের সিএনজি অটোরিকশা চালক কামাল হোসেন বলেন, যাত্রী নিয়ে মাহিনী বাজার পার হওয়ার সময় অস্ত্রশস্ত্র হাতে শতাধিক জন ছেলে আমার পথ আটকে গাড়িতে এলোপাতাড়ি কোপায় ও ভাংচুর চালায়। এসময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার সিএনজির এক যাত্রী আহত হয়।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech