নাঙ্গলকোট কামিল মাদ্রাসায় দাখিল উত্তীর্ণদের নিয়ে আনন্দ উৎসব 

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৫

নাঙ্গলকোট কামিল মাদ্রাসায় দাখিল উত্তীর্ণদের নিয়ে আনন্দ উৎসব 
মো:মাঈন উদিদন দুলাল-
 কুমিল্লার নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে এক আনন্দ উৎসব ও সংবর্ধনা শনিবার ২ আগস্ট  মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
নাঙ্গলকোট কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির  সভাপতি অহিদুর রহমান খোকন।
সহকারী অধ্যাপক ডা.ইসহাক ফারুকীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম গাজীমুড়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান, ইংল্যান্ড প্রবাসী মহিন উদ্দিন মজুমদার, বিদুৎসাহী সদস্য মঞ্জুর আহমেদ, দাতা সদস্য ইঞ্জি. নেছার আহমেদ স্বপন, অভিভাবক সদস্য ইউনুস মিয়া নোমান, সহকারী অধ্যাপক মাওলানা সৈয়দ আবদুল মালেক, সহকারী অধ্যাপক মাওলানা কাউসার আলম, শিক্ষক প্রতিনিধি একেএম আবদুল কাইয়ুম, প্রভাষক জামাল হোসেন, প্রভাষক  ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন প্রমূখ।
এসময় মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে  সভাপতির সাথে শিক্ষক শিক্ষিকাদের দিনব্যাপী  মতবিনিময় অনুষ্ঠিত হয়.।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ