শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০২৫

শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
কেফায়েত উল্লাহ মিয়াজী:

কুমিল্লার নাঙ্গলকোটের শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ রোধ, শিক্ষার গুণগতমান বৃদ্ধি,  কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ বুধবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছ। শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ তৌহিদ উল্লাহ মজুমদার রায়হানের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয়  প্রধান শিক্ষক গোপাল চন্দ্র দাস। অনুষ্ঠান শুরুতে অতিথি বৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক  মাস্টার ওমর ফারুক সোহরাব ও মাস্টার বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ, নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে ফজলুল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সাবেক যুগ্ম মহাসচিব ও পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী, সাবেক চেয়ারম্যান এ.বি.এম আবুল কাশেম, অভিভাবক সদস্য আব্দুল হক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজ সেবক ইস্রাফিল খান, শ্রীফলিয়া বাজার কমিটি সভাপতি খান মোবারক, সমাজ সেবক আবুল বাশার, শ্রীফলিয়া দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটি সভাপতি মাঈন উদ্দিন ভূঁইয়া, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক মাস্টার আবুল বাশার, সমাজ সেবক ইয়াছিন মজুমদার, হাজী মাহবুব, আব্দুল করিম, মাওলানা ফজলুল হক মিয়াজী, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মাস্টার শহিদুল ইসলাম।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ