প্রকাশিত: ৯:৫২ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০২৫
মামলা ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব বামপাড় গ্রামের মরহুম মাকু মিয়া, ইদ্রিস মিয়া, সিদ্দিক মিয়া তারা ৩ ভাই। মাকু মিয়ার দুই ছেলে ও চার মেয়ের মধ্যে দুই ছেলে প্রতিবন্ধী হওয়ায় ওই দুই ছেলের ৩০ শতক জমি মাকু মিয়া তার ভাই ইদ্রিস মিয়াকে মৌখিক ভাবে ও পরবর্তিতে বিএস খতিয়ান করে দেন। পরবর্তীতে ইদ্রিস মিয়া ও তার ভাই সিদ্দিক মিয়ার মৃত্যুর পর তাদের সকল ওয়ারিশগণ ওই ৩০ শতক জমির মধ্যে ১৩শতক জমিতে ইদ্রিস মিয়ার ছেলে মরহুম বাহার মিয়ার বিধবা স্ত্রী হারিছা বেগমকে বাড়িঘর নির্মাণ করে বসবাস করতে দখল বুঝিয়ে দেন। এরপর থেকে বিধবা হারিছা আত্মীয়-স্বজন’সহ এলাকাবাসীর নিকট থেকে সহায়তা নিয়ে মাটি ভরাট করে ঘর নির্মাণ করে দীর্ঘ ৩০ বছর যাবৎ বসবাস করে আসছে। বিধবার বাড়ির জমিটিতে নজর পড়ে পাশ্ববর্তী বাড়ির আহসান উল্লাহ, তার ভাই এয়াকুব ও এয়াছিনের। তারা ২০১৪ সালে মাকু মিয়ার ২৭ ওয়ারিশের মধ্যে ৩ ওয়ারিশের নিকট থেকে বিধবা হারিছার বাড়ির জমিটিতে একটি কবলা সৃষ্টি করে দখল করার পায়তারা করে আসছে।
অভিযুক্ত আহসান উল্লাহ বলেন, মাকু মিয়ার ওয়ারিশগণ আদালতের মাধ্যমে বিএস খতিয়ান পরিবর্তন করে আমাদের নিকট জমিটি বিক্রি করেছে। তারা ঘরবাড়ি ভেঙ্গে নিয়ে আমার জমি খালি করে না দেয়ায় আমি আমার ক্রয়কৃত জমি দখল করতে বাঁশের বেড়া দিয়েছি। আমরা কোন হামলা করিনি।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক বলেন, আমি আসার পর এ ঘটনায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech