প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৫
মাঈন উদ্দিন দুলাল – নাঙ্গলকোট উপজেলার জোডডা পূর্ব ইউনিয়নের শ্রীহাস্য গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে নুর কবিরের সম্পত্তি অবৈধভাবে জবর দখল করার অভিযোগ উঠেছে একই গ্রামের মেম্বার নূর মিয়া মাঝির ছেলে ইউনুস ওরফে লিটনের বিরুদ্ধে। এ ব্যাপারে নুর কবির নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করেন । পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শ্রীহাস্য গ্রামের নূর কবির একই গ্রামের ইউনুস ওরফে লিটনের স্ত্রী দীপা আক্তার থেকে শ্রীহাস্য গ্রামে শ্রীহাস্য মাজার গেট এলাকা থেকে গত ৯ এপ্রিল ৬ শতক সম্পত্তি ক্রয় করে ভোগ দখল করেন। নূর কবির তার পরিবার নিয়ে চট্টগ্রামে বসবাস করেন। এ সুযোগে তার কবলা কৃত সম্পত্তি মেম্বার নূর মিয়া মাঝি তার ছেলে ইউনুস ওরফে লিটন তার ভাই আবু বকর সহ কিছু সন্ত্রাসী বাহিনী দিয়ে ঐ সম্পত্তি জবর দখল করে। নূর কবির প্রতিবাদ করলে তাকে হত্যার হুমকি দেয়। এ সম্পত্তি নিয়ে নূর কবির ১ জুলাই কুমিল্লা বিজ্ঞ সিনিয়র ৮ নং আমলী আদালতে মামলা দায়ের করে। আদালত মামলাটি আমলে নিয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে তদন্ত করার নির্দেশ দেন।
জানা যায়, ইউনুস ওরফে লিটন উক্ত জায়গাটি তার স্ত্রী দীপা আক্তার কে কবলা করে দেন। কিছুদিন পর স্বামী ও স্ত্রী পারিবারিক ভাবে বনি বনা না হলে স্ত্রী দীপা আক্তার তার স্বামী ইউনুস ওরফে লিটনকে ডিভোর্স দেন। ডিভোর্স এর পূর্বেই দীপা আক্তার উক্ত জায়গাটি একই গ্রামের নূর কবিরের নিকট বিক্রি করে পেলেন। ডিভোর্স কৃত স্ত্রীর বিক্রিত সম্পত্তি স্বামী পুনরায় দাবি করেন। নূর কবির এ ব্যাপারে শুক্রবার নাঙ্গলকোট সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তার বক্তব্যে ইউনুস ওরফে লিটন ও তার পরিবারের সুষ্ঠু বিচারের দাবি জানান, সংশ্লিষ্ট প্রশাসনের নিকট।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech