তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নাঙ্গলকোটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৫

তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নাঙ্গলকোটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
কেফায়েত উল্লাহ মিয়াজী :

‎কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে এবং মিটফোর্ড পাশবিক হত্যাকান্ডের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি শনিবার বিকালে নাঙ্গলকোট সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু করে নাঙ্গলকোট বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় গিয়ে শেষ করে।

‎বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য আব্দুর রহিম সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মির্জা জয়নাল আবদীন হিরন, নাঙ্গলকোট পৌরসভা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সোহেল, পৌরসভা স্বেচ্ছাসেবক দল নেতা মহিন উদ্দিন রিপন।

‎বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,  নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আলাউদ্দিন, ইয়াছিন রনি, মহিন উদ্দিন, সাব্বির, আজিম আহমেদ, সিদ্দিকুর রহমান মজুমদার, জালাল আহমেদ, রহিম, পেয়ার আহমেদ, গোলাম মেহেদী হাসান রাজু, কাউছার, মিলন,  নাঙ্গলকোট পৌরসভা স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ আহমদ, আলী আকবর, আব্দুল্লাহ আল মামুন, রেদোয়ান, মোহাম্মদ রিয়াদ, আলম, সোহাগ, সোহেল, শাখাওয়াত হোসেন রনি, মেহেদী হাসান, ইসমাইল প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ