বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া’র উপর কুমিল্লার লালমাই উপজেলার ভুশ্চি এলাকায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে রবিবার বিকালে কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি বক্সগঞ্জ দক্ষিণ বাজার থেকে শুরু হয়ে বক্সগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বক্সগঞ্জ পূর্ব বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বক্সগঞ্জ ইউনিয়ন যুবদল আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক কাজী ফয়সাল। বক্সগঞ্জ ইউনিয়ন যুবদল সদস্য সচিব মাছুম বিল্লাহ সাকিরের সঞ্চলনায় বক্তব্য রাখেন বক্সগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা আলাউদ্দিন ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নেয়ামত উল্লাহ ভূঁইয়া, জাহাঙ্গীর ভূঁইয়া, নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য ও বক্সগঞ্জ ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক মনির হোসেন শিফাত, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, মনজু, ইব্রাহিম, আলী হোসেন বালন, সদস্য সুমন, জসিম, শহীদ, আলমগীর, জাবেদ, ছাত্রদল নেতা তারেক, আশরাফ উদ্দিন মহসীন, স্বাধীন প্রমুখ।