নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৫

নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

কেফায়েত উল্লাহ মিয়াজী :
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা সোমবার উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। বিতর্কুু প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমীক সুপারভাইজার আনিছুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক চাঁন মিয়া সরকার, ইসলামপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শহিদুল্লাহ মজুমদার স্বপন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মূসা কলিমুল্লাহ্, নাঙ্গলকোট প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন দুলাল, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নিজাম উদ্দিন প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতায় নাঙ্গলকোট বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় ও ঝিকুটিয়া ইসহাক মজুমদার বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতায় বিজয়ী হন ঝিকুটিয়া ইসহাক মজুমদার বালিকা উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠান শেষে বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ