জোড্ডা বাজার সিদ্দিকিয়া আলিম মাদরাসা নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৫

জোড্ডা বাজার সিদ্দিকিয়া আলিম মাদরাসা নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা
কেফায়েত উল্লাহ মিয়াজী : নাঙ্গলকোটের জোড্ডা বাজার সিদ্দিকিয়া আলিম মাদরাসা নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা বৃহস্পতিবার দুপুরে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত মাদরাসা এডহক কমিটির সভাপতি ঢাকা কমার্স কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওয়ালী উল্লাহর সভাপতিত্বে পরিচিতি সভায় স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মীর হোসাইন।
মাদরাসা শিক্ষক  আব্দুল মিয়ার সঞ্চালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন জোড্ডা বাজার পাবলিক উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মাস্টার ছায়েদুল হক, অভিভাবক সদস্য হুমায়ুন কবির দুলাল, জোড্ডা বাজার সিদ্দিকিয়া আলিম মাদরাসা নবগঠিত এডহক কমিটির অভিভাবক সদস্য শফিকুর রহমান বাবুল চৌধুরী এম.এ, সমাজ সেবক আব্দুল বাতেন বাচ্চু, জোড্ডা বাজার সিদ্দিকিয়া আলিম মাদরাসা নবগঠিত এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি অধ্যাপক জামাল উদ্দিন, নাঙ্গলকোট আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মাঈনুল ইসলাম মজুমদার, মাদরাসা শিক্ষার্থী আব্দুর রহমান।
উপস্থিত ছিলেন বাইয়ারা জয়নাল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, সমাজ সেবক আলমগীর হোসেন মিয়াজী, তবারক উল্লাহ, বাচ্চু মিয়া, মাস্টার দেলোয়ার হোসেন,  জোড্ডা পূর্ব ইউনিয়ন পরিষদ সদস্য আহসান হাবিব ভূঁইয়া, কামরুজ্জামান মজুমদার, সমাজ সেবক রবিউল হক চৌধুরী, জোড্ডা বাজার সিদ্দিকিয়া আলিম মাদরাসা আরবী প্রভাষক ইউসুফ মোল্লা, প্রভাষক হাসান তানজীর, সিনিয়র শিক্ষক মাস্টার এ কে এম ফজলুল হক মজুমদার, মাওলানা আ.ন.ম শামছুল হুদা, মাওলানা বাহা উদ্দিন, মাওলানা আল মামুন, আফজাল হোসাইন মিয়াজী, তাওহীদুল ইসলাম, ছাত্রনেতা সাহাব উদ্দিন, হৃদয়, রিমন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ