নাঙ্গলকোট উপজেলা বিএনপি নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫

নাঙ্গলকোট উপজেলা বিএনপি নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
কেফায়েত উল্লাহ মিয়াজী : নাঙ্গলকোট উপজেলা বিএনপি নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে আনন্দ মিছিল সোমবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি রায়কোট উত্তর ইউনিয়নের তালতলা এলাকা থেকে শুরু করে মাহিনী ও শান্তির বাজার ঘুরে রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে শেষ করে। এসময় নেতাকর্মীরা নাঙ্গলকোট উপজেলা নবগঠিত কমিটি অনুমোদন দেওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-সহ সংশ্লিষ্ট সবার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মিছিল শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সওদাগর, রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, মাসুদ হাজারী, সাধারণ সম্পাদক মনির হোসেন মোল্লা, উপজেলা শ্রমিক দল সভাপতি সাঈদ ইকবাল।
এসময় উপস্থিত ছিলেন রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মেদ মজুমদার, উপজেলা মৎস্যজীবী দল আহ্বায়ক আনোয়ার উল্লাহ মিয়াজী, রায়কোট উত্তর ইউনিয়ন কৃষক দল সভাপতি আবু বকর, শ্রমিক দল সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ