ফিলিস্তিনে মুসলমানদের গণহত্যার প্রতিবাদে নাঙ্গলকোটে বাংলাদেশ জামাতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫

ফিলিস্তিনে মুসলমানদের গণহত্যার প্রতিবাদে নাঙ্গলকোটে বাংলাদেশ জামাতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মাঈন উদ্দিন দুলাল-

ইসরাইলের আগ্রাসনে মসজিদুল আকসা পুণরুদ্বারে ও মাজলুম ফিলিস্তিনিদের সমর্থনে কুমিল্লার নাঙ্গলকোটে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার উদ্যোগ সোমবার বিকেলে নাঙ্গলকোট কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠ থেকে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি নাঙ্গলকোট উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলা এসে কর্মসূচি শেষ হয়।

মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা দক্ষিণ সেক্রেটারী ডঃ মুহাম্মদ সালাউদ্দীন সিদ্দিকী,বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন।

এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট পৌরসভা আমীর হারুনুর রশিদ,বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারী মাওলানা নুরুল ইসলাম হাসান,নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমীর মাওলানা এসএম মহিউদ্দিন, নায়েবে আমির ইউসুফ আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা শাখার সহঃ সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদার,সাবেক উপজেলা আমীর মাষ্টার আব্দুল করিম,শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি মোহাম্মদ ওমর ফারুক মিয়াজি, জামায়াতে ইসলামী ঢালুয়া ইউনিয়ন সেক্রেটারী মুহাম্মদ ফয়সাল হোসেন প্রমুখ।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা শাখা ও অঙ্গ সংগঠনের শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ