প্রকাশিত: ৯:৩৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৫
কেফায়েত উল্লাহ মিয়াজী :
কুমিল্লার নাঙ্গলকোটে আবাসিক এলাকায় অনুমোদনহীন “বি.বি.এম” ইটভাটায় নাঙ্গলকোট উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গুঁড়িয়ে দিয়েছে। মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন সরকার এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক চন্দন বিশ্বাস, সেনাবাহিনী নাঙ্গলকোট ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ফয়সাল-সহ সেনা অফিসার ও সদস্য বৃন্দ, নাঙ্গলকোট থানা উপ পরিদর্শক মহিউদ্দিন ও হাবিবুর রহমান চৌধুরী সঙ্গীয় ফোর্স এবং লাকসাম ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
জানা যায়, উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের কোকালী গ্রামের তোঁতা মিয়া ও আলাউদ্দিন-সহ কয়েক জন মিলে কোকালী, বড়কালী, মাছুমপুর গ্রামের ফসলি জমিতে অবৈধ ভাবে গড়ে তুলে বি.বি.এম ইটভাটা। মঙ্গলবার দুপুরে ওই ইটভাটাটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চিমনি চুলা গুঁড়িয়ে দেয় এবং ফায়ার সার্ভিসের সহযোগীতায় চুলার আগুন নিভিয়ে দেয়া হয়। ইটভাটা গুড়িয়ে দেয়ার পূর্বে প্রতিষ্ঠানটির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন সরকার বলেন, মহামান্য হাইকোর্ট বিভাগ ও জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী আজকে অবৈধ একটি ইটভাটা আমরা ধ্বংস করলাম, ওই ভাটার চিমনি চুলা ভেঙ্গে দিয়ে তাদের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছি এবং পর্যায়ক্রমে নাঙ্গলকোট উপজেলার যে সকল অবৈধ ইটভাটা রয়েছে সবগুলো আমরা বন্ধ করে দিব।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech