জামায়াতে ইসলামী মৌকরা ইউনিয়ন কমিটি গঠন

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৪

জামায়াতে ইসলামী মৌকরা ইউনিয়ন কমিটি গঠন

কেফায়েত উল্লাহ মিয়াজী :
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়ন কমিটি গঠন অনুষ্ঠান শনিবার স্থানীয় তিলিপ আলিম মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মৌকরা ইউনিয়ন নবগঠিত কমিটির আমির মাওলানা এ,বি সিদ্দিকের সভাপতিত্বে কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াছিন আরাফাত। অনুষ্ঠানে মৌকরা ইউনিয়ন কমিটি ঘোষণা করেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিন।
নবগঠিত মৌকরা ইউনিয়ন কমিটির সেক্রেটারি আলী আকবরের সঞ্চালনায় কমিটি গঠন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলা সহ-সভাপতি মাস্টার আব্দুল করিম, জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমির মাওলানা এস.এম মহি উদ্দিন, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, সহ-সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদার, উপজেলা তালিমুল কোরআন সভাপতি মাওলানা তোফাজ্জল হোসাইন, ইসলামী ছাত্রশিবির মৌকরা ইউনিয়ন দক্ষিণ সভাপতি রাকিবুল হাসান, মৌকরা ইউনিয়ন উত্তর সভাপতি রবিউল হোসাইন।

Please follow and like us:

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ