কেফায়েত উল্লাহ মিয়াজী :
কুমিল্লার নাঙ্গলকোটের ঝাটিয়াপাড়া বাজারে ট্রাস্ট ট্রাভেল এন্ড ট্যুরিজম শুক্রবার বিকেলে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মাধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্ট ট্রাভেল এন্ড ট্যুরিজম পরিচালক সাবেক সেনা কর্মকর্তা আমিনুল হক।
এসময় বক্তব্য রাখেন রায়কোট দক্ষিণ ইউনিয়ন বিএনপি সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, দলিল লিখক কবির আহমেদ, মাওলানা ওহিদুর রহমান, ব্যবসায়ী আরবের রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা লুৎফুর রহমান, সমাজ সেবক নুরুল ইসলাম, এয়াকুব আলী সোহেল, মামুন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শহিদুল ইসলাম, ঝাটিয়াপাড়া বাজার ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক মাওলানা আলমগীর হোসেন ও ব্যবসায়ী মাওলানা শাহজাহান-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাজার ব্যবসায়ী বৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানটির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন ঝাটিয়াপাড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ খতিব হাফেজ মাওলানা আসাদ উল্লাহ।
Please follow and like us: