প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৪
মাঈন উদ্দিন দুলাল-
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিলের ওপর দুর্বৃত্তদের হামলার খবর শুনে আকষ্মিক অসুস্থ হয়ে সোমবার সকাল ৯টায় মৃত্যু হয়েছে তার বৃদ্ধ পিতা আব্দুল মতিনের (৮০)। রবিবার দুপুর ২টার দিকে চেয়ারম্যান আব্দুল জলিল নাঙ্গলকোট উপজেলা পরিষদ থেকে কাজ শেষে বের হয়ে যাওয়ার সময় অজ্ঞাত ১৫-২০জন যুবক আকষ্মিক ভাবে তার উপর অর্তকিত হামলা চালায়। এসময় চেয়ারম্যান আব্দুল জলিল দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হামলাকারীরা তাকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করে। ছেলের উপর এ হামলার খবর বৃদ্ধ পিতাকে জানানো হয় সোমবার সকালে, খবর শুনে কাঁদতে-কাঁদতে বৃদ্ধ পিতা আব্দুল মতিন হঠাৎ অসুস্থ হয়ে নিজ বাড়িতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। সোমবার বিকেল সাড়ে ৫টায় জানাযা শেষে আব্দুল মতিনকে উপজেলার কাশিপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আব্দুল মতিনের এমন মৃত্যুতে এলাকার সর্বসাধারণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে বটতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল মোবাইল ফোনে বলেন, আমার বাবা বয়স্ক মানুষ। আমি রবিবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয় থেকে প্রশাসনিক কাজ শেষে ফেরার পথে ১৫-২০জন সন্ত্রাসী আমার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। সোমবার সকালে আমার জন্য বাবার কাছে দোয়া চাওয়ায় তিনি কি হয়েছে জানতে চান ? পরে পরিবারের লোকজন উনাকে হামলার বিষয়টি জানালে তিনি কান্নাকাটি শুরু করেন ও একপর্যায়ে অসুস্থ হয়ে মৃত্যু বরণ করেন। আমি খুব অসুস্থ বাবার জানাযার জন্য বাড়িতে এসেছি, আবার হাসপাতালে চলে যাব।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী বলেন, হামলার বিষয়টি আমি লোকমুখে শুনেছি, তবে কোন লিখিত অভিযোগ হয়নি।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech