পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে নাঙ্গলকোটে জামায়াতের মিছিল

প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২৪

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে নাঙ্গলকোটে জামায়াতের মিছিল

কেফায়েত উল্লাহ মিয়াজী- বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটের দৌলখাঁড় ইউনিয়নের উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে রবিবার সন্ধ্যায় বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি দৌলখাঁড় বাজার জামে মসজিদ থেকে শুরু করে বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলখাঁড় ইউনিয়ন আমীর আব্দুল হান্নান, প্রবীণ জামায়াত নেতা ডাক্তার খুরশীদ আলম। সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি বদরুল আমিন পলাশ।

সমাবেশ অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দৌলখাঁড় ইউনিয়ন জামায়াত সহকারী সেক্রেটারি শিহাব উদ্দিন, মাওলানা আবুল কাশেম, জামায়াত নেতা রফিকুল ইসলাম, ডাক্তার ওহিদুর রহমান, মজলুম জামায়াত নেতা বেলাল হোছাইন, শ্রমিক  কল্যান ফেডারেশন ইউনিয়ন সভাপতি ইয়াকুব জামান, জামায়াত নেতা মাহবুবুল আলম লাতু, মাওলানা তোফাজ্জল হোসেন, জাকির হোসেন, আব্দুল মান্নান, শ্রমীক নেতা শারাফাত করিম রুবেল প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ