সারাবিশ্বের মানচিত্রে নাঙ্গলকোটকে ফুটিয়ে তুলবো….. অর্থমন্ত্রী

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৩

সারাবিশ্বের মানচিত্রে নাঙ্গলকোটকে ফুটিয়ে তুলবো….. অর্থমন্ত্রী

মাঈন উদ্দিন দুলাল-
আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য রাজনীতি করি। রাজনীতি করেও ভালো কাজ করা যায়, আপনারা আমাকে নির্বাচিত করে আমাকে ঋণী করেছেন, আমি কখনও নাঙ্গলকোটের মানুষের ঋণ পরিশোধ করতে পারবো না। আপনাদের উন্নয়নের যা বাকি রয়েছে আমি অক্ষরে অক্ষরে সব পূরণ করে দিবো। স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ৭জানুয়ারী নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখবো। সারাবিশ্বের মানচিত্রে নাঙ্গলকোটকে ফুটিয়ে তুলবো। শনিবার বিকেলে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-সদর দক্ষিণ-লালমাই) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল লোটাস পেরিয়া বাজার সংলগ্ন মাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পথসভায় উপজেলা আ’লীগ সাবেক সভাপতি এডভোকেট মোস্তাফিজুর রহমান লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স চেয়ারপার্সন নাফিসা কামাল। উপজেলা আওয়ামী লীগ সদস্য সচিব অধ্যক্ষ ছাদেক হোসেন ভূঁইয়া, পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর মজুমদার, ইউনিয়ন আ’লীগ সহ-সভাপতি হোসেন আহমেদ মজুমদার, সাধারণ সম্পাদক আব্দুস সালাম ভূ্ইঁয়া টিটু, সাংগঠনিক সম্পাদক এইচ এম ফরিদ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব কে এম সিংহ রতন, কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এম এ করিম মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুপ ভূঁইয়া, পৌর মেয়র আব্দুল মালেক, পৌরসভা আ’লীগ সভাপতি মজিবুর রহমান মিন্টু, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলালীগ নেত্রী হাজেরা আক্তার হিরা, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর শেখ রাসেল, ইউনিয়ন যুবলীগ ভারপ্রাপ্ত আহবায়ক মোস্তাফিজুর রহমান লিটন, যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাঈন উদ্দিন মজুমদার, মোহাম্মদ মানিক, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ইউপি সদস্য বাবুল গাজী, মহিলালীগ নেত্রী ও ইউপি সদস্য সুমি আক্তার, রহমত উল্লাহ রাহাত, আবু মুসা প্রমুখ।
একই দিন অর্থমন্ত্রী পেরিয়া ইউনিয়নের শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং বাঙ্গড্ডা কলেজ মাঠে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন।

 

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ