প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৩
দেশব্যাপী বিএনপি জামায়াতের ডাকা ৩ দিনের অবরোধের ১ম দিনে কুমিল্লার নাঙ্গলকোটে ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে অবরোধের সমর্থনে সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে বিএনপি নেতাকর্মীরা। এছাড়া নাঙ্গলকোট-লাকসাম আঞ্চলিক সড়কের উপজেলার মক্রবপুর এলাকায় কয়েকটি গাড়ী ভাংচুর করা হয়। এদিকে, দুপুরে উপজেলার বাঙ্গড্ডা বাজারে বিএনপি ও আওয়ামীলীগ নেতাকর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৩জনকে আটক করে। আটকৃতদের নাম পরিচয় জানা যায়নি।
অপরদিকে, অবরোধের নামে ভাংচুর ও হামলার প্রতিবাদে উপজেলা সদর সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও শোডাউন করে নাঙ্গলকোট উপজেলা যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ নেতা আল মাহমুদ ভূঁইয়া বাবু, উপজেলা যুবলীগ নেতা পৌর কাউন্সিলর জহির উল্লাহ সুমন, কাউন্সিলর জামাল হোসেন সোহাগ, যুবলীগ নেতা ফরহাদ হোসেন প্রমূখ।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরীকে মোবাইল ফোনে না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech