প্রকাশিত: ৮:৫০ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২৩
স্টাফ রির্পোটার: ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নাঙ্গলকোট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প’র উদ্যোগে ও অগ্নিবীনা সংগীত একাডেমীর সহযোগিতায় নাঙ্গলকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন প্রশিক্ষক ডাক্তার একে এম মারুফ হোসেন, প্রশিক্ষক পারভেজ রানা, প্রশিক্ষক জহিরুল ইসলাম, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা রেহেনা আলম, অভিভাবক জহিরুল ইসলাম, কবি ও কলামিস্ট আজিম উল্যাহ হানিফ। অংশগ্রহণকারী শিক্ষার্থী হলেন-জান্নাতুল ফেরদাউস, খাদিজা আক্তার, আবদুল্লাহ, ফাহিমা, তামিম, মিনহাজ, মোহনা, ফারিজা, আরিফা, শাইখা, হাদিয়া, সামি, সাইমন, সর্মি, মোহনা, প্রান্তিক, আনিশা, মাইশা, তাসপিহা, ফাহমিদা, এলমা প্রমুখ।
এসময় শিক্ষার্থীরা দলীয়, একক দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি করে। বিশেষ করে ‘হারজিত চিরদিন থাকবে’, ‘নোঙর তুলো তুলো’, ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’, ‘বাংলার ইতিহাসে একটি নাম শেখ মুজিবুর রহমান’ পরিবেশন করে পুরো হল রুমে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech