বড় সাঙ্গিশ্বর উচ্চ বিদ্যানিকেতনে জাতীয় পাঠ্যপুস্তক উৎসব পালিত

প্রকাশিত: ৮:৪০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০২৩

বড় সাঙ্গিশ্বর উচ্চ বিদ্যানিকেতনে জাতীয় পাঠ্যপুস্তক উৎসব পালিত

মোঃ সাইফুল ইসলাম-  নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের বড় সাঙ্গিশ্বর উচ্চ বিদ্যানিকেতন মাঠে রবিবার সকালে জাতীয় পাঠ্যপুস্তক উৎসব পালন করা হয়।

 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন; বড় সাঙ্গিশ্বর উচ্চ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মেজবাউল হক মজুমদার।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন;বড় সাঙ্গিশ্বর উচ্চ বিদ্যানিকেতন ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর মজুমদার।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন;বড় সাঙ্গিশ্বর উচ্চ বিদ্যানিকেতন ম্যানেজিং কমিটির সদস্য অহিদুর রহমান,কবির আহমেদসহ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ।

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ