নাঙ্গলকোটে জাতীয় যুব দিবস পালিত

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২২

নাঙ্গলকোটে জাতীয় যুব দিবস পালিত

মাঈন উদ্দিন দুলাল-  “প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ স্লোগানে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, ৩ লাখ ৩০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুব এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা বিজয় কুমার হালদার, মৎস্য সম্প্রাসারণ কর্মকর্তা প্রীতম চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা আক্তার মুক্তা, তথ্য কর্মকর্তা সিপাত জাহান, হোমনাবাদ আদর্শ ডিগ্রী কলেজ প্রভাষক সাইফুল ইসলাম দাদা ভাই।
অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

 

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ