নাঙ্গলকোটে বিনামূল্যে বোরকা বিতরণ

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২২

নাঙ্গলকোটে বিনামূল্যে বোরকা বিতরণ

মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোটের কাশিপুর নেছারিয়া বালিকা দাখিল মাদরাসার উদ্যোগে ছাত্রীদের মাঝে বিনামূল্যে বোরকা বিতরণ, মেধাবী শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনা শনিবার দুপুরে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। কাশিপুর নেছারিয়া বালিকা দাখিল মাদরাসা সভাপতি রফিকুল হোসেন চেয়ারম্যানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব কে.এম সিংহ রতন।
আওয়ামী মৎসজীবীলীগ নাঙ্গলকোট উপজেলা আহবায়ক আবুল খায়েরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, বটতলী ইউনিয়ন চেয়ারম্যান এন.কে.এম সিরাজুল আলম, জোড্ডা পূর্ব ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন মিয়াজী, কাশিপুর নেছারিয়া বালিকা দখিল মাদরাসা সাবেক সভাপতি গোলাম মাওলা, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন, মাদরাসা সুপার শরীফ মোহাম্মদ বেলাল হোসেন, মাওলানা কাজী ইয়াছিন, এডভোকেট সাইফুল ইসলাম পেয়ার, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, মাওলানা গোলাম সারওয়ার, ইউপি সদস্য আলী হোসেন, নুরুন নবী, সেলিম মোল্লা, মোহাম্মদ মামুন, হাফেজ মাওলানা আব্দুল কাদের, যুবলীগ নেতা আবুল খায়ের বিএসসি, ওমর ফারুক লিটন, সোহেল চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠান শেষে ছাত্রীদের মাঝে বোরকা বিতরণ ও মেধাবী শিক্ষার্থী ও গুনীজনদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথি বৃন্দ।

 

Please follow and like us:

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ