নাঙ্গলকোটে সাপ্তাহিক অগ্রযাত্রা’র ৯ম বর্ষপূর্তি উদযাপিত

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২২

নাঙ্গলকোটে সাপ্তাহিক অগ্রযাত্রা’র ৯ম বর্ষপূর্তি উদযাপিত

মাঈন উদ্দিন দুলাল- অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক অগ্রযাত্রা’র ৯ম বর্ষপূর্তি কুমিল্লার নাঙ্গলকোট প্রেসক্লাবে শুক্রবার বিকেলে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে উদযাপন করা হয়েছে। নাঙ্গলকোট প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা’র সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট নাঈম উদ্দিন।
নাঙ্গলকোট প্রেসক্লাব সদস্য রবিউল হোসেন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব সহ-সভাপতি এ এইচ এম আবুল খায়ের, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, অর্থ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, সাংবাদিক রতন মজুমদার, প্রেসক্লাব সদস্য ত্বোহা হাসান স্বাধীন, সাফায়েত উল্লাহ মিয়াজী, তাজুল ইসলাম মিয়াজী, হুমায়ুন কবির, ছাত্র নেতা কামরুল হাসান মেহেদী প্রমুখ।
সভায় বক্তারা সাপ্তাহিক অগ্রযাত্রার উত্তরোত্তর সাফলতা কামনা করেন।

 

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ