জোড্ডা বাজার পরিচালনা কমিটি’র পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, জুন ১৮, ২০২২

জোড্ডা বাজার পরিচালনা কমিটি’র পরিচিতি সভা অনুষ্ঠিত

মাঈন উদ্দিন দুলাল- লাঙ্গলকোটের জোড্ডা বাজার পরিচালনা কমিটি’র পরিচিতি সভা শনিবার দুপুরে জোড্ডা বাজারের আবুল খায়ের মার্কেট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাজার পরিচালনা কমিটির সভাপতি শরীফ মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু।
সভায় ছাত্রনেতা আব্দুল কাইয়ুম মাসুদ ও জোবায়ের হোসেন পাপ্পুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক আবুল খায়ের আবু, পৌর মেয়র আবদুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া , বটতলী ইউনিয়ন চেয়ারম্যান এন কে এম সিরাজুল আলম, জোড্ডা পূর্ব ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন মিয়াজী, উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন, উপজেলা মৎস্যজীবীলীগ সভাপতি আবুল খায়ের, উপজেলা যুবলীগ সহ-সভাপতি ওমর ফারুক লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের বিএসসি, ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুর রাজ্জাক জুলহাস, সেলিম মোল্লা, নুরুন্নবী মজুমদার, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, সদস্য খন্দকার দেলোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে সদ্য প্রয়াত উপজেলা কৃষকলীগ নেতা আব্দুর রহিম মজুমদার স্মরণে এক মিনিট নিরবতা ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ