নাঙ্গলকোটে জাতীয় বীমা দিবস পালিত

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, মার্চ ১, ২০২২

নাঙ্গলকোটে জাতীয় বীমা দিবস পালিত

মাঈন উদ্দিন দুলাল- বীমায় সুরক্ষিত থাকলে এগিয়ে যাব সবাই মিলে এ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে কুমিল্লার নাঙ্গলকোটে জাতীয় বীমা দিবস পালন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের আয়োজনে নাঙ্গলকোট উপজেলা অডিটোরিয়ামে দিবসটি পালিত হয়। বীমা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন , উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আলা উদ্দিন, কৃষি অফিসার জাহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান।
প্রগতি লাইফ ইন্সুরেন্স কর্মকর্তা খন্দকার আবদুল কাইয়ুম শাহাদাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এ ভি পি শাহিন আলম, প্রগতি লাইফ ইন্সুরেন্স জি এম নজরুল ইসলাম, এ জি এম সালাহ উদ্দিন, প্রাইম লাইফ ইন্সুরেন্স আর সি আবু বকর সিদ্দিক আহসান, রূপালী লাইফ ইন্সুরেন্স ডি জি এম কামাল হোসেন, গোল্ডেন লাইফ ইন্সুরেন্স এস জি এম আলা উদ্দিন, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স জোনাল ইনচার্জ খোরশেদ আলম প্রমুখ। অনুষ্ঠান শেষে গ্রাহকদের মাঝে বীমা দাবীর চেক প্রদান করা হয়।

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ