জোড্ডা পূর্ব ইউনিয়নের শ্রীহাস্য কনফিডেন্স স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষার্থীদের কোরআন ছবক অনুষ্ঠান

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২১

জোড্ডা পূর্ব ইউনিয়নের শ্রীহাস্য কনফিডেন্স স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষার্থীদের কোরআন ছবক অনুষ্ঠান

মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোটের জোড্ডা পূর্ব ইউনিয়নের শ্রীহাস্য কনফিডেন্স স্কুল এন্ড নূরানী মাদরাসার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের কোরআন ছবক প্রদান উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্কুল মিলনায়তনে প্রধান শিক্ষক খুরশিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুল শিক্ষক মাস্টার গিয়াস উদ্দিন।
কনফিডেন্স স্কুল এন্ড নূরানী মাদরাসার শিক্ষক মাঈন আল-মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীহাস্য নেছারিয়া দাখিল মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা মোশারফ হোসেন, সাবেক প্রধান শিক্ষক মাওলানা হাছান আহম্মেদ, শিক্ষক এম সঈদুর জামান, পানকরা সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ইকবাল হোসেন সেলিম, জোড্ডা ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ জুলহাস, ডাক্তার শহিদ উল্লাহ, অভিভাবক বেলাল হোসেন, কনফিডেন্স স্কুল এন্ড নূরানী মাদরাসার শিক্ষক আব্দুল গফুর বিএসসি, এইচ এম মেহরাজ, শিহাব উদ্দিন মিয়াজী প্রমুখ।
অনুষ্ঠানে স্মৃতি চারণ করেন এসএসসি পরীক্ষার্থী ওমরসানি ফাহিম ও নবম শ্রেণীর শিক্ষার্থী ফাইজা আক্তার।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর সকল শিক্ষার্থীদের কোরআন ছবক প্রদান করেন কনফিডেন্স স্কুল এন্ড নূরানী মাদরাসার শিক্ষক ক্বারী মোস্তাফিজুর রহমান।

 

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ