সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: ৯:৫৩ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২১

সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোটের চৌকুড়ি গ্রামের মমিন সওদাগরের ছেলে শহিদুল ইসলাম (২২) ঢাকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় প্রাইভেটকারে থাকা অপর ৩জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন শহিদুল ইসলামের ভাতিজা রুমান (১৮), বোন রুমা আক্তার (২৭) ও রুমার ৭ বছরের শিশু কন্যা। আহতদের প্রথমে কুমিল্লা ও পরে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহিদুল ইসলাম ঢাকার শান্তি নগর এলাকায় মোবাইল ব্যবসা করতেন বলে জানা গেছে। তিনি ৪ ভাই ও ২ বোনের মধ্যে সবার ছোট। সড়ক দুর্ঘটনায় আহত ও মৃত্যুর খবরে এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে।

 

Please follow and like us:

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ